ফুটওভারব্রিজ হতে পারে নিঃস্বদের রাতের সহায়ক বাসস্থান





আমাদের দেশে রয়েছে অসংখ্য ফুটওভার ব্রিজ, কিন্তু এগুলোর বেশীরভাগই হচ্ছে সম্পূর্ণ খোলা মেলা।

শীতের তীব্র কুয়াশা কিংবা বর্ষার অজস্র বৃষ্টি কোনটিই মোকাবেলা করতে পারে না এই ধরনের ফুটওভার ব্রিজ গুলো,তবে বর্তমানে বেশকিছু ফুটওভার ব্রিজ তৈরি হচ্ছে যেগুলোর উপর দিয়ে রয়েছে ছাদ।(ছবিতে দেখুন)

শহর অঞ্চলের বেশিরভাগ অসহায়দের ঘুমানোর স্থান হচ্ছে রাস্তাঘাট কিংবা ফুটপাত, কিন্তু বৃষ্টির সময় তা হয়ে পরে তাদের জন্য সম্পূর্ণ অনুপযোগী।

যদি আমাদের দেশের সরকার ছাদযুক্ত ফুটওভার ব্রিজ তৈরি করতে থাকে এবং যেগুলোর ছাদ নেই সেগুলোর উন্নয়ন করে ছাদ যুক্ত করতে থাকে  তাহলে ফুটওভার ব্রিজ হতে পারে অসহায়দের এক সহায়ক বাসস্থান।

ক্ষুদ্র চিন্তায় বৃহৎ সমাধান,, প্রয়োজন শুধু ইচ্ছাশক্তির

মেহেদী হাসান/নিজস্ব সম্পাদক-ওনিস্ব

Our Facebook Page


No comments:

Post a Comment