সংবিধান

ওনিস্ব (ওদের নিয়ে স্বপ্ন) 

#সাংগঠনিক_সংবিধান:-

১। উদ্দেশ্য :- মানুষ হিসেবে মৌলিক অধিকার গুলো পৌছে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকা। 

২।লক্ষ্য :- সুবিধাবঞ্চিত দের সেবা দানের মাধ্যমে অবস্থার উন্নয়ন ঘটানো। 

***সংগঠন টি হবে সম্পূর্ণ অরাজনৈতিক ও নির্দলীয়। ভবিষ্যতে কোন রাজনৈতিক দল এই সংগঠন কে তাদের দলীয় সম্পৃক্ততা আছে বলে দাবী করতে পারবে না।  

**সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থায়ী সদস্য দের মতামত গ্রহনযোগ্য তবে জরুরী ভিত্তিতে কমিটির সদস্যগণ যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখবে। 

** কমিটির মেয়াদ কাল ২ বছর যাবৎ বহাল থাকিবে। 

** সংগঠনের সাথে যুক্ত কোনো সদস্য ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হলে সংগঠন থেকে সেবা নিতে পারবে তবে সে ক্ষেত্রে কর্তৃপক্ষের নিয়মনীতি গুলো মানতে সে বাধ্য থাকিবে। 

**কমিটির নির্দেশনা ব্যতীত কেউ সংগঠনের জন্য সাহায্য সংগ্রহ করতে পারবে না। 

** সংগঠনের স্থায়ী  সদস্য হতে চাইলে স্বার্থহীন ভাবে স্বেচ্ছায় সেবা দানের মনোবল থাকা আবশ্যক।   
>> স্থায়ী সদস্য ফরম পূরণ করে জমা দিতে হবে এবং এক মাসের চাঁদা অগ্রিম প্রদান করতে হবে। 

** অস্থায়ী সদস্যরা যে কোনো সময় চাইলে সাহায্য সহযোগিতা করতে পারবে এবং যে কোন প্রোগ্রামে উপস্থিত থাকতে পারবে। 

** প্রতি মাসের ২০ তারিখের মধ্যে চাঁদা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

** টাকা প্রদানের ক্ষেত্রে অবশ্যই অর্থ সম্পাদক কর্তৃক নিশ্চিত হতে হবে। 

** প্রতি মাসে নূন্যতম চাঁদার অধিক কেউ প্রদান করতে চাইলে তা গ্রহন করা হবে। এবং কেউ অগ্রিম চাঁদা প্রদান করতে চাইলেও তা পারবে। 

** যে কোনো স্থায়ী সদস্য তার ব্যাক্তিগত মতামত তুলে ধরতেপারবে এবং তা বিবেচনা যোগ্য বলে গণ্য হবে। 

##কার্যক্রম (সম্ভাব্য)  

** শীতবস্ত্র বিতরণ 
** মুমূর্ষু রোগীদের সেবা দান 
** হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি সেবা দান 
** রক্তদান কর্মসূচি 
** বৃদ্ধাশ্রমে সেবা দান 
** বিভিন্ন উদযাপন উপলক্ষে সুবিধাবঞ্চিতদের পাশে থাকা 
** পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি 
**বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি কর্মসূচি 
** সুবিধাবঞ্চিত দের আত্মকর্মসংস্থানের প্রচেষ্টা 
** সুবিধাবঞ্চিত দের শিক্ষাদান কর্মসূচি  

নোট ঃ  এছাড়া পরিস্থিতি অনুযায়ী যে কোনো সময় কর্তৃপক্ষের নির্দেশনা কর্তৃক যে কোনো প্রোগ্রাম এর আয়োজন করতে পারবে। 

বিঃদ্রঃ কর্তৃপক্ষ চাইলে উপরিউক্ত সংবিধান এর সংযোজন অথবা বিয়োজন করতে পারবে। 

সাধারণ সম্পাদক, ওনিস্ব ❤

No comments:

Post a Comment